ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণের জন্য ৫২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি এই দুই উপজেলার ২ দশমিক ৮৪ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে দৌলতখানে ১ দশমিক ৮৪ কিলোমিটার এবং বোরহানউদ্দিনে ১ কিলোমিটার এলাকা রয়েছে। এছাড়া আগের তীর রক্ষা কার্যক্রমের ৩ কিলোমিটার এলাকা শক্তিশালী করা হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে ভোলা পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে, এখানে ৫০-৫০-৫০ এবং ৪০-৪০-৪০ আকৃতির সিসি ব্লক থাকছে। এছাড়া বালুভর্তি ২৫০ ও ১৭৫ কেজি ওজনের জিও ব্যাগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দৌলতখান উপজেলার চরপাতার চৌকিঘাট ও বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজারসহ বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।