নদীভাঙন থেকে মানুষকে কীভাবে স্থায়ীভাবে সুরক্ষা দেওয়া যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর বাম তীরে ৯ মার্চ লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি বলেন, সারা দেশে যেসব মানুষ নদীভাঙনের ঝুঁকিতে আছে, তাদের স্থায়ীভাবে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার কাজ করছে।
তিনি বলেন, শুধু নদীভাঙন থেকেই নয়, যেকোনো দুর্যোগেই মানুষের পাশে থাকতে মন্ত্রী ও আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু প্রসঙ্গে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক অর্থায়নে অস্বীকৃতি জানানোর পরও মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন।
উল্লেখ্য, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ৩১৯ কোটি টাকা ব্যয়ে কীর্তিনাশার ডান ও বাম তীরে ১১ দশমিক ৯৪ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।