বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নদীবন্দর/মাঠ পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (০৮ জুন, ২০২৪) একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব ও কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান এবং সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন (অব.)। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ। এরপর বন্দর ব্যবস্থাপন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ঘাট/পয়েন্ট ইজারা, মামলা পরিচালনা, তীরভূমি জরিপ, সীমানা পিলার ও ওয়াকওয়ে, অবৈধ স্থাপনা উচ্ছেদ ইত্যাদি বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে পর্যায়ক্রমে তথ্য উপস্থাপন এবং করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) জনাব মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (এস্টেট অ্যান্ড ল) জনাব এ, কে, এম আরিফ উদ্দিন।
বালুমহাল সংক্রান্ত আইন ও এ সংক্রান্ত জরিপ এবং খননকৃত মাটি ব্যবস্থাপনার ওপর আলোচনা করেন পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) জনাব মোঃ সাইফুল ইসলাম, পরিচালক (হাইড্রোগ্রাফি বিভাগ) জনাব সামসুন নাহার ও এবং প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব রকিবুল ইসলাম তালুকদার। জলাধার/নদীর উপর সেতু নির্মাণে ক্লিয়ারেন্স পদ্ধতি বিষয়ে আলোচনা করেন পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ) জনাব মোঃ শাহজাহান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী(পুর) জনাব মোঃ সাজেদুর রহমান। কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের বন্দর কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।