সারাদেশে নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) বন বিভাগের কাছ থেকে পরামর্শ গ্রহণের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত কমিটির ৫২তম সভায় এই সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়রাম্যান মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। কমিটির সদস্য মো. মাজহারুল হক প্রধান, রঞ্জিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ এবং এসএম শাহজাদা অংশ নেন।
কমিটির সভায় দেশের সব নদীর তীর রক্ষায় কী ধরনের বনজ ও ফলদ বৃক্ষ লাগানো যেতে পারে সে ব্যাপারে বন বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নির্মিত ও নির্মাণাধীন ওয়াকওয়ে ব্যবস্থাপনার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে একটি নীতি প্রণয়নের জন্যও বিআইডব্লিউটিএ’র প্রতি সুপারিশ করা হয়েছে সভায়। এছাড়া নদীতল বর্জ্যমুক্ত করতে ছোট নৌযান ব্যবহার এবং গ্র্যাব ড্রেজারের দক্ষতা ও উপযোগীতা পর্যালোচনা করে দেখারও সিদ্ধান্ত হয় বৈঠকে।
এদিনের সভায় প্রথম থেকে ৪৬তম সভা পর্যন্ত বিআইডব্লিউটিএর ব্যাপারে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি ও সমস্যাগুলো পর্যালোচনা করে দেখা হয়।