বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ নদীবন্দরের ঘাট-পয়েন্টের মাসিক ইজারা সম্পন্ন

নদীবাংলা ডেস্ক,

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ শুল্ক আদায় কেন্দ্র এবং নগরবাড়ী পার্কিং চার্জ আদায় কেন্দ্র ঘাট-পয়েন্টের মাসিক ইজারা প্রদান সম্পন্ন হয়েছে। ৩০ আগস্ট, ২০২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত ৩০ দিনের জন্য এই ইজারা প্রদান করা হয়েছে।ই

জারা প্রদাণ উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট, ২০২৪) দুপুর ২টায় নগরবাড়ী বিআইডব্লিউটিএ অফিসের পোর্ট অফিসারের কার্যালয়ে একটি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক স্পট কোটেশনে ইজারার টেন্ডার অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী এবং রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

নগরবাড়ী-কাজিরহাট-নরাদহ শুল্ক আদায় কেন্দ্র ঘাট-পয়েন্টের প্রাক্কলিত মূল্য ৩৬,১৬,৪৪০ টাকার বিপরীতে তিনটি দরপত্র পাওয়া যায় এবং সর্বোচ্চ দর ইজারামূল্য ৪৬,১০,৪০০ টাকা, ভ্যাট ৬,৯১,৫৬০ টাকা, আয়কর ৪,৬১,০৪০ টাকা। এই দরপত্রে সর্বোচ্চ দরদাতা হলেন মোঃ আব্দুল গণি ফকির। নগরবাড়ী পার্কিং চার্জ আদায় কেন্দ্র ঘাট-পয়েন্টের প্রাক্কলিত মূল্য ৪,৯৩,১৬০ টাকার বিপরীতে চারটি দরপত্র পাওয়া যায় এবং সর্বোচ্চ দর ইজারামূল্য ৭,০৫,৮০০ টাকা, ভ্যাট ১,০৫,৮৭০ টাকা ও আয়কর ৭০,৫৮০ টাকা। এই দরপত্রের সর্বোচ্চ দরদাতার মোঃ আব্দুল গণি ফকির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here