নওয়াপাড়া বন্দরের কার্যক্রম বেগবান করার নির্দেশ

0
20

যশোরের নওয়াপাড়া নদীবন্দরকে দেশের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর উল্লেখ করে এ বন্দরের কার্যক্রমকে আরো বেগবান করতে বিআইডব্লিউটিএকে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। নওয়াপাড়া বন্দরকে আরো ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রম গ্রহণের পাশাপাশি বন্দরসংলগ্ন নদী খননের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। এছাড়া বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

গত ১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিআইডব্লিউটিএ’র প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম-সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here