মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪) দ্বিতীয় দিনের মত অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বেলা ১১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত চলা এই অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে নদীর অন্তত তিন একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক এসএম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে ২৬ জুন সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২৭ জুন দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়।
এদিনের অভিযানে উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে দুটি পাকা দোতলা ভবন। সব মিলিয়ে এদিন ৫৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতে নির্দেশনা অনুযায়ী নদীর তীর দখলমুক্ত করতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের আগে মাইকিং করে এসব অবৈধ দখলকারীদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হলেও সেটি মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী আইন মোতাবেক পর্যায়ক্রমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষ্যতেও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।