বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

দুর্ঘটনা প্রতিরোধে বিআইডব্লিউটিএর গৃহীত পদক্ষেপ তুলে ধরলেন সেলিম ফকির

নদীবাংলা ডেস্ক,

অভ্যন্তরীণ নৌপথে দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমেও দক্ষতা এসেছে। এক্ষেত্রে ভূমিকা রাখছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন পদক্ষেপ এবং প্রকল্প।

কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও সরকারের অতিরিক্ত সচিব জনাব সেলিম ফকির রোববার (৯ জুন, ২০২৪) ‘বাংলাদেশে নৌ দুর্ঘটনার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্যানেলিস্ট হিসেবে দুর্ঘটনা প্রতিরোধে বিআইডব্লিউটিএর গৃহীত ও বাস্তায়িত এসব পদক্ষেপ এবং প্রকল্প বিস্তারিত তুলে ধরেন। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে সেমিনারটি আয়োজন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মাহফুজুর রহমান মিতা, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here