সার্বক্ষণিক ব্যাংকিং সেবা দিতে ঢাকা নদীবন্দর টার্মিনালে চালু হয়েছে পূবালী ব্যাংকের এটিএম বুথ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ২৬ জুন যৌথভাবে বুথটির উদ্বোধন করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এদিন বার্ষিক কর্ম-সম্পাদন (এপিএ) চুক্তির আওতায় ঢাকা নদীবন্দরে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। পাশাপাশি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ পালন উপলক্ষে ঢাকা নদীবন্দরের আওতাধীন বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।