নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, ঢাকা শহরের খালগুলো দখল ও দূষণমুক্ত করতে ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার যে ধরনের সহযোগিতা দেওয়ার কথা ছিল সেটি গত দেড় বছরেও পাইনি। বর্তমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র খালগুলোর দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন, শক্ত অবস্থানে রয়েছেন। সমন্বিতভাবে কাজ করে খালগুলোর প্রবাহ ঠিক রাখতে পারব এবং দূষণমুক্ত করতে পারব। মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ হলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার মধ্যকার খালগুলো দিয়ে ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে।
গত ২৩ জুলাই উচ্ছেদকৃত তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর তীরভূমি রক্ষা ও সীমানা পিলার নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি টঙ্গীর তুরাগ নদীবন্দর থেকে নারায়ণগঞ্জের পাগলাস্থ মেরি এন্ডারসন পর্যন্ত নদীর নাব্যতা, উভয় তীরের অবৈধ দখল উচ্ছেদ পরবর্তী স্থায়ী সীমানা পিলার নির্মাণ, বৃক্ষরোপণ, ওয়াকওয়েসহ সার্বিক কর্মকাÐ এবং অবস্থা সরেজমিন দেখেন। পরিদর্শনকালে তিনি পূর্বাচলের হরদি বাজার এলাকায় গাছের চারা রোপণ করেন। এ সময় নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নুরুল আলম এবং সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান উপস্থিত ছিলেন।