বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
17 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

ডি-নথি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ বিআইডব্লিউটিএর

নদীবাংলা ডেস্ক,

ডি-নথি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ২৬ মে অনুষ্ঠিত কর্তৃপক্ষের মাসিক সমন্বয় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ডি-নথিতে নথি সম্পন্ন অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সেই সাথে হার্ড নথির পরিমাণ কমিয়ে এনে ডি-নথিতে সম্পাদনযোগ্য সব নথি ডি-নথিতে নিষ্পন্নের সিদ্ধান্ত হয়। ডি-নথি সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে সব কর্মকর্তাকে সার্বক্ষণিক অনলাইনে যুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের ওপর জোর দেওয়া হয় সভায়।

সভায় কর্তৃপক্ষের হার্ড নথি ও ডি-নথির পরিসংখ্যান উল্লেখপূর্বক অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসে বিভাগীয় প্রধানদের মাসিক সমন্বয় সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কর্তৃপক্ষে ডি-নথি কার্যক্রম বাস্তবায়নে সৃষ্ট সমস্যা/জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হয়।

পাশাপাশি কর্তৃপক্ষের আওতাধীন মাঠ পর্যায়ের আঞ্চলিক দপ্তর/নদীবন্দরসমূহকে ডি-নথির অন্তর্ভুক্তকরণের প্রয়োজনীয় কার্যক্রম অব্যহত রাখতে বলা হয় সভায়। ডি-নথি ব্যবস্থাপনা বাড়ানোর এই কার্যক্রম বাস্তবায়ন করবেন কর্তৃপক্ষের আইসিটি বিভাগ ও বিভাগীয় প্রধানগণ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদে মোস্তফা। সকল বিভাগীয় প্রধান সভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here