ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সম্প্রসারিত ওয়ার্ডগুলোর ১৩টি খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ২৯ কিলোমিটার দীর্ঘ এসব খালের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করা হয়েছে।
ডিএনসিসি মেয়র ২০ জানুয়ারি ভাটারা, সাতারকুল, বাড্ডা এলাকায় (৩৭, ৩৮, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড) সুতিভোলা খাল ও কড্ডা খাল পরিদর্শন শেষে নামাপাড়ায় সাংবাদিকদের এ কথা বলেন।
খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, ‘সিএস, আরএস, সিটি জরিপ যে দাগে খালের জায়গা বেশি পাওয়া যাবে সে দাগ অনুসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কারণ খাল যত বড় হবে এলাকার পানি তত সহজে নির্গমণ হবে। এ এলাকার রাস্তায় একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়। এখানে যেসব ড্রেন আছে ইতোমধ্যেই সেগুলো পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পে ড্রেনগুলো বড় করার নির্দেশ দেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, ৪ হাজার ২৫ কোটি টাকার প্রকল্পের অধীনে ২৯ কিলোমিটার খাল পুনরুদ্ধার, পুনঃখনন, পাড় বাঁধাই, সাইকেল লেন, ওয়াকওয়ে ও সবুজায়ন করা হবে।
মেয়র বলেন, এই এলাকার অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে ৪ হাজার ২৫ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। আমার প্রথম কাজ হচ্ছে এসব এলাকায় রাস্তার পাশে ড্রেন নির্মাণ করা। দ্বিতীয় কাজ রাস্তা চওড়া করা। সরু রাস্তাগুলো অবশ্যই প্রশস্ত করতে হবে।
এই এলাকায় যেন কোনো ধরনের ভবন নির্মাণের প্ল্যান দেয়া না হয় সেজন্য ইতোমধ্যে রাজউককে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, কাউন্সিলরদের বলা হয়েছে, এ এলাকায় আর যাতে কোনো বাড়ি না হয়।