বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ

নদীবাংলা ডেস্ক,

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী স্পিডবোট ও দেশি কান্ট্রিবোট মালিক/চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানসমূহে গুলিবর্ষণের ঘটনায় এই সতর্কতার আহ্বান জানানো হয়েছে।

নৌ-সওপ বিআইডব্লিউটিএ, চট্টগ্রামের যুগ্ম-পরিচালক মোঃ সবুর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানসমূহে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের জলসীমা এড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ দিয়ে নৌযান অতিক্রমণের লক্ষ্যে শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় বিআইডব্লিউটিএ দুটি লাল ও একটি সবুজ স্ক্যারিক্যাল বয়া স্থাপন করেছে। লাল বয়াগুলো সেন্টমার্টিন থেকে টেকনাফ যেতে হাতের বামে এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে হাতের ডানে থাকবে। সবুজ বয়াটি সেন্টমার্টিন থেকে টেকনাফ যেতে হাতের ডানে এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে হাতের বামে থাকবে। এ অবস্থায় এই নৌপথটি দিয়ে চলাচলকারী স্পিডবোট ও দেশি কান্ট্রিবোট মালিক/চালকদের জোয়ারের সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৯ ফুট ড্রাফট নিয়ে স্থাপিত বয়া অনুসরণপূর্বক সতর্কতার সাথে উক্ত খাড়ি অতিক্রমের পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here