বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

টাঙ্গাইলের নদ-নদী থেকে সরকারিভাবে বালু বিক্রির সিদ্ধান্ত

টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদী থেকে বালু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বালু সংকটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যাহত হচ্ছে। তাই যেসব নদ-নদী থেকে বালু উত্তোলনের সুযোগ রয়েছে, সেখান থেকে সরকারিভাবে বালু বিক্রি করা যেতে পারে। পরে এ বিষয়ে আলোচনা শেষে উন্নয়ন প্রকল্পগুলোর জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও স্পট কোটেশনের মাধ্যমে বালু বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বালু বিক্রির এই টাকা সরকারি কোষাগারে জমা হবে।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here