বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে বিআইডব্লিউটিসির ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল শুরু হয়েছে। ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি কদমের মাধ্যমে এই নৌরুটে বিআইডব্লিউটিসির প্রথম ফেরি চলাচল শুরু হয়।

উদ্বোধনের পর প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শ যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ঘাট ছেড়ে যায় ইউটিলিটি কদম নামে ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাত তালি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি আগে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছিল। আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী ড্রেজিং করে নৌরুটটি সচল করেছি। এই নৌরুটে সারা বছর ফেরি সার্ভিস চালু রাখতে আমরা কাজ করে যাব। নৌরুটটি সচল রাখতে পারলে সারা বছর ফেরি চলাচল করবে। এই নৌরুট থেকে সরকারের বড় অংকের রাজস্ব আদায় হবে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন,  পরীক্ষামূলকভাবে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে বিআইডব্লিউটিসির অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। আপাতত দিনে ও রাতে এই নৌরুটে কদম, ক্যামেলিয়া ও কুঞ্জলতা নামে তিনটি ফেরি চলাচল করবে। পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here