খুলনা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ বিভিন্ন ঘাট-পয়েন্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুকূলে হস্তান্তরের বিষয়ে আইনগত দিক পর্যালোচনায় সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, খুলনা, বিআইডব্লিউটিএর আইন উপদেষ্টাসহ স্থানীয় কর্মকর্তাগণ। সভায় ঘাটগুলো পরিচালনার বিষয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জেলা পরিষদের প্রতিনিধি এবং বিআইডব্লিউটিএর প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠিত হবে।
উল্লেখ্য, খুলনা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ ২২টি ঘাট-পয়েন্ট নিয়ে করা রিট পিটিশনে হাইকোর্ট বিআইডব্লিউটিএর অনুকূলে রায় দেন। ঘাট-পয়েন্টগুলো বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং খুলনা জেলা প্রশাসন ইজারা দেয়।