বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

খাগদন নদীর সীমানা জরিপের নির্দেশ হাইকোর্টের

নদীবাংলা ডেস্ক,

বরগুনা সদর উপজেলার কাঠপট্টি এলাকার খাগদন নদীর সীমানা চিহ্নিত করতে জরিপ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে জরিপ প্রতিবেদনটি আদালতে জমা দিতেও বলা হয়েছে। একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ৩০ জানুয়ারি এ আদেশ দেন। বরগুনার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সেই নদীর জমি দখল করে ভরাট করা ও সেখানে অবকাঠামো নির্মাণ বন্ধে নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিবসহ মোট ১২৩ কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইআরপিবি) রিট আবেদনটি করে। রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here