কুমিল্লা জেলার বুড়িচংয়ে বন্যাদুর্গতদের উদ্ধারে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে শনিবার (২৪ আগস্ট, ২০২৪) মোট ৫টি স্পিডবোট কাজ করছে। শুক্রবার জাহাপুর ব্রিজে আটকে থাকা স্পিডবোট দুটিও স্থানীয় জনগণের সহায়তায় নানুয়ার বাজার বেড়িবাঁধ পার হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
এরই মধ্যে বিআইডব্লিউটিএর স্পিডবোটের সাহায্যে একজনের মরদেহ (নামঃ আব্দুল কুদ্দুস, পিতাঃ মৃত ফরিদ মিয়া) বুড়িচংয়ের গোপিনাথপুর থেকে উদ্ধার করে ১০ কিলোমিটার দূরে রামনগরে নিয়ে দাফন করা হয়েছে।
এ ছাড়া বিআইডব্লিউটিএ থেকে শনিবার সকালে কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীরা ২টি ট্রাকে মোট ১,০২৫ প্যাকেট ত্রাণ নিয়ে কুমিল্লা ও ফেনীর উদ্দেশে রওয়ানা হন।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জসহ ১১ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। টানা প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলেই এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।