কর্ণফুলী রক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা নৌ সচিবের

0
22

কর্ণফুলী নদীর দখল ও দূষণ রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য সমন্বিতভাবে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। ৪ অক্টোবর চট্টগ্রাম বন্দর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরা সভায় অংশ নেন। অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কর্ণফুলী নদী সংশ্লিষ্ট তাদের প্রকল্পগুলোর অগ্রগতি সভায় তুলে ধরেন।

নৌপরিবহন সচিব এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে কর্ণফুলী নদীর দূষণ রোধ, নাব্যতা বৃদ্ধি ও অবৈধ দখল রোধে প্রণীত মাস্টারপ্ল্যান যথাসময়ে বাস্তবায়নের জন্য সংস্থাগুলোকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here