কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই মাসের সময়

0
20

কর্ণফুলী নদীর বন্দর এলাকার লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনা বাস্তবায়নে দুই মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ৯ মার্চ পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল বেঞ্চ ৮ ডিসেম্বর এই আদেশ দেন। চট্টগ্রাম বন্দরের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

চট্টগ্রামের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব কমান্ডার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের প্রশাসকসহ বিবাদীদের রায় বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের নির্দেশনার পাশাপাশি সেবা সংস্থাগুলোকেও এ সময়ের মধ্যে ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here