ঈদুল ফিতরের ছুটি শেষে বরিশাল নদীবন্দরে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীরা যাতে নদীপথে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য কাজ করছে নদীবন্দর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সন্ধ্যা ও পরবর্তী সময়ে অন্যান্য স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে বরিশাল নদীবন্দরের টার্মিনাল এলাকায় সকল প্রশাসনের সমন্বয়ে যাত্রী সেবা নিশ্চিত করা হচ্ছে। সামগ্রিক কর্মকাণ্ড তদারকি করছেন উপপরিচালক (বন্দর ও পরিবহন) জনাব শেখ মোহাম্মদ সেলিম রেজা, সহকারী পরিচালক (বন্দর ও নৌনিট্রা)। যেকোনো অননুমোদিত কাজে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যৌথবাহিনীর সদস্যসহ টার্মিনালে উপস্থিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।