ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন তুরাগ নদী দখল ও দূষণ রোধকল্পে নিয়মিত টল কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর, ২০২৪) আশুলিয়া ল্যান্ডিং স্টেশন থেকে গোড়ান চটবাড়ি এলাকা পর্যন্ত পরিদর্শন করেন সদরঘাটস্থ কর্মকর্তারা।পরিদর্শনকালে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন কর্তৃপক্ষের লাইসেন্স প্রদত্ত ইকো পার্ক ও সীমানা পিলারের অভ্যন্তরে (নদীর দিকে) নিজস্ব ক্রয়কৃত জমির মালিকানা দাবি করে কয়েকটি সাইনবোর্ড স্থাপন করা হয়। এর মধ্যে দুটি সাইনবোর্ড তৎক্ষণাৎ অপসারণ করা হয়। এ ছাড়া গোড়ান চটবাড়ি এলাকায় একটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।