বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নদীবন্দর একটি ল্যান্ডমার্ক প্রকল্প: নৌ প্রতিমন্ত্রী

‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নদীবন্দর স্থাপন’ প্রকল্পটিকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প বলে অভিহিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী এমপি। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের নতুন দিক উন্মোচিত হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী ১৮ জুলাই ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প’র বিশদ নকশার খসড়া প্রতিবেদনের ওপর আয়োজিত ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন অংশীদারিত্ব প্রশাসন-১-এর উপদেষ্টা (অবকাঠামো) পঙ্কজ কুমার সিং। বিআইডব্লিউটিএ, ভারতীর হাইকমিশন, এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া, নৌপরিবহন মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থার প্রতিনিধিগণ, টাটা কনসালটিং ইঞ্জিনিয়ার্স ও ডিপিসিজির পরামর্শকরাও ভার্চুয়াল সভায় অংশ নেন।

প্রকল্পটি বাস্তবায়নে এগিয়ে আসায় ভারত সরকার ও এক্সিম ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।

অভ্যন্তরীণ নৌপথের মাধ্যমে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ অভ্যন্তরীণ নদীবন্দর থেকে কনটেইনার আনা-নেওয়ার সুযোগ সৃষ্টি, কার্গো পরিবহনের সুবিধার্থে মাল্টিপারপাস জেটিসহ ট্রানজিট শেড নির্মাণ, নদীপথে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ও প্রসার ঘটানোর লক্ষ্যে ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নদীবন্দর স্থাপন’ করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৯৩ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্র ৮৬২ কোটি এবং প্রকল্প সাহায্য ৪৩১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ব্যক্তিমালিকানাধীন ২৫ দশমিক ৬০৫ একর এবং আশুগঞ্জ সার কারখানার ৬ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here