পানি কূটনীতি কেবলমাত্র পানি-কেন্দ্রিক নয়। সংশ্লিষ্টরা পানিকে কিভাবে সংঙ্গায়িত করছে সেটিও এর মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন দিল্লির সাউথ এশিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক ড. মেধা বিশ্ত। গত ৬ আগস্ট ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) আয়োজিত এক ওয়েবিনারে এই মন্তব্য করেন তিনি। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকার ব্যবস্থাপনায় নাগরিক সমাজের ভাবনা নিয়ে ধারাবাহিক ওয়েবিনারের অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।
সাবেক কূটনীতিক তারিক এ করিম বলেন, ২০১০ সাল থেকে বাংলাদেশ ও ভারত পানিবণ্টন ধারণাটি পানি ব্যবস্থাপনার দিকে নিয়ে গেছে। কারণ সমন্বিত পানি ব্যবস্থাপনায় অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারে এটি। এশিয়ান কনফ্লুয়েন্সের নির্বাহী পরিচালক সব্যসাচি দত্ত বলেন, নদী অভিন্ন সম্পদের একটা প্রতীক এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যম।