পশুর নদীতে ৪০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ৩০ মার্চ ডুবে যায়। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর জেটির অপর পাশের কাটাখালী নামক এলাকায় জাহাজডুবির ঘটনাটি ঘটে। এ সময় জাহাজটিতে থাকা ৯ জন কর্মী ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
জাহাজটি পশুর চ্যানেলের বাইরে চরের দিকে ডোবায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া জাহাজটির কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা ছিল। জাহাজটির ধারণক্ষমতা ছিল ৫০০ টন। আর কয়লা বোঝাই করা হয়েছিল ৪০০ টন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর নদীতে ৭০০ টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ।