নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ওপর দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদী বালু উত্তোলনকারীদের থেকে রক্ষার দাবি জানিয়েছে ১৫টি সংগঠন। ১২ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বোমা মেশিন (এক ধরনের ড্রেজার) দিয়ে সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। এতে দুর্গাপুর শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। স্বাভাবিক গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে নদীটি নাব্যতা হারাচ্ছে। শহরের ওপর দিয়ে নিয়মিত ভেজা বালু পরিবহন করায় ট্রাক থেকে পড়া কাদাপানিতে পৌর এলাকার বিভিন্ন সড়কে জনদুর্ভোগও বাড়ছে। এ ছাড়া দিন-রাত বিকট শব্দে বোমা মেশিন চলায় নারী, শিশু, বৃদ্ধরা শব্দদূষণের শিকার হচ্ছেন। এতে এলাকার জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।