ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ মার্চ রাতে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বালুবাহী একটি ট্রলারও এ সময় জব্দ করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন। তিনি বলেন, ঝালকাঠি শহরের কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই একটি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধভাবে বালু তোলায় কোনো ছাড় নয়। এ অভিযান অব্যাহত থাকবে।