বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

সিসিটিভির আওতায় হালদা নদী

মা-মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। ফেব্রুয়ারিতে হালদা নদীর ৯টি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি শুরু করে নৌ-পুলিশ। হালদার মা-মাছ, আইইউসিএনের লাল তালিকাভুক্ত ডলফিন রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর সরকার এক প্রজ্ঞাপনে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে। এর মধ্য দিয়ে নদীটিতে মাছ ধরা, বালি উত্তোলন, পানি প্রত্যাহারসহ মোট ১২টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here