শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনের বেশি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী লঞ্চটি ৪ এপ্রিল নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়।
জানা যায়, সাবিত আল হাসান নামের লঞ্চটি ৫০ জনের মতো যাত্রী নিয়ে ৪ এপ্রিল বিকাল ৫টা ৫৬ মিনিটের দিকে মুন্সিগঞ্জের উদ্দেশে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ছেড়ে যায়। সৈয়দপুর এলাকার কয়লাঘাটে তৃতীয় শীতলক্ষ্যা ব্রিজের কাছে একটি কোস্টার ট্যাংকার ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।