বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
16 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

লবলং খাল রক্ষায় নদী পরিব্রাজক দলের মানববন্ধন

নদীবাংলা ডেস্ক,

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গাজীপুরের লবলং খাল দখল ও দূষণ রোধে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের গাজীপুর সদর উপজেলা শাখা। ১৪ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলার পিরুজালী ইউনিয়ন সড়কঘাট ব্রিজসংলগ্ন লবলং খালপাড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা এতে অংশ নেন।

নদী পরিব্রাজক দলের সদর উপজেলা শাখার সভাপতি কেএম জাহিদুল ইসলাম বলেন, সময়ের স্রোতে লবলং বা লবণদহ নদী যা এখন মরা খালে রূপান্তরিত হয়েছে, এটি এখন নদীর কোনো বৈশিষ্ট্যও বহন করে না। বেশ কয়েক বছর ধরেই শ্রীপুর ও সদরের বিভিন্ন শিল্প ও কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে সম্প্রতি তুরাগেও দূষণ বেড়েছে। জলজ প্রাণীসহ মাছের উপস্থিতি নেই বললেই চলে। নদী ভূগর্ভস্থ পানিসহ পুরো বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে। তাই যেভাবেই হোক এ নদীকে বাঁচাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here