নারায়ণগঞ্জের রূপগঞ্জ শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী বাজারের দুটি তিনতলা ভবন, সাতটি দোতলা ভবন, ছয়টি একতলা ভবন, সাতটি ইটভাটা, একটি ব্যাটারি কারখানার দেয়ালসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষ। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন, মেডিকেল অফিসার ডা. ফারুক, সার্ভেয়ার মো. ইয়াসিনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদীবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হলেও তারা তাতে কর্ণপাত করেনি। সে কারণে দুই দিনে আমরা প্রায় একশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। নদী দখলদাররা যত প্রভাবশালীই হোক ছাড় নেই। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।