বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

রাজারহাটের চাকিরপশার নদ উন্মুক্ত ঘোষণা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার নদকে উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। ২০ মার্চ জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে জলমহাল হিসেবে ইজারা দেওয়া নদটির ইজারা বাতিল করে স্থানীয় প্রশাসন। সেই সাথে নতুন করে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় তিন দশক পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে নদটি।

সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, নদের স্বাভাবিক প্রবাহ সচল রাখা, জলাবদ্ধতার হাত থেকে কৃষকদের রক্ষা করা, কৃষি উৎপাদন বাড়ানো ও মৎস্যজীবীদের পেশাগত স্বার্থ রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনা বাস্তবায়নে তিস্তার উপনদী চাকিরপশার ১৪১ দশমিক ২৯ একর উন্মুক্ত ঘোষণার এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এর আগে চাকিরপশার সুরক্ষা আন্দোলনকারীদের কাছ থেকে লিখিত আবেদন পেয়ে নদের ১৪১ দশমিক ২৯ একর বদ্ধ জলাশয়কে উন্মুক্ত করার অনুমোদন দেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। কুড়িগ্রাম জেলা প্রশাসক গত ২০ মার্চ তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here