বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

যমুনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চারজনের জরিমানা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গায় তা মজুদ করার দায়ে ২৯ এপ্রিল চার বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রায় ২০ লাখ টাকার বালুও এই সময় জব্দ করা হয়।

স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে জোতপাড়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রির অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের নেতৃত্বে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এই সময় বালু উত্তোলনে জড়িত চারজনকে এবং একজন শ্রমিককে আটকের পর জরিমানা করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া সরকারি জায়গায় বালু রাখার দায়ে প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দও করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here