গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মুধমতি নদীর তীরবর্তী ১২০ একর সরকারি ভূমি দখলমুক্ত এবং দখলদার ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ২৯ জানুয়ারি সদর উপজেলার মধুমতী নদীর তীরে অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে মধুমতী নদীর তীরে চাপাইল ব্রিজ এলাকায় প্রায় ১২০ একর জমি দখল করে অবৈধভাবে বালি বিক্রি চলছিল। এতে ব্রিজটি হুমকির মুখে পড়েছে।