নৌযান যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য ঢাকার চারপাশে কম উচ্চতার ১৩টি সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ৩১ জানুয়ারি ঢাকার চারপাশের নদীগুলোর মহাপরিকল্পনা নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর ওপর নির্মিত কম উচ্চতার ১৩টি সেতু আমরা চিহ্নিত করেছি। নৌযান চলাচল স্বাভাবিক রাখতে এসব সেতুর উচ্চতা বাড়ানোর বিকল্প নেই। সেতুগুলোর মধ্যে ছয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, ছয়টি সেতু বিভাগের ও একটি রেলপথ মন্ত্রণালয়ের।