সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ শুরু হয়েছে। ২১ জানুয়ারি সকালে সদর উপজেলার চাঁনপুর এলাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন খননকাজের উদ্বোধন করেন। প্রথম দফায় সিলেটে সুরমা নদীর ১৮ কিলোমিটার খনন করা হবে।
প্রথম দফার খনন শেষ হওয়ার পর কুশিঘাট থেকে লামাকাজি সেতু পর্যন্ত খনন হলে সুরমার নাব্যতা বাড়বে। একই সাথে বাড়বে পানিপ্রবাহ। এতে বর্ষায় সিলেট মহানগরে বন্যার আশঙ্কা কমবে। এ ছাড়া আগামী জুন মাসের মধ্যেই খনন সম্পন্ন হওয়ার কথা। লামাকাজি পর্যন্ত কোথাও ২০ ফুট আবার কোথাও ১৫ ফুট খননের ডিজাইনসহ কার্যাদেশ দেয়া হয়েছে।