বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

দৌলতদিয়ায় ডুবে যাওয়া ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ

রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ডুবে যাওয়া পেঁয়াজ ও রসুন বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা। ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর ৮ মার্চ দুপুর ১টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহজাহানের নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসনের সহাতায় ট্রাকটি উদ্ধার করা হয়।

খবর পেয়েই উদ্ধারকারী জাহাজ হামজা সকালে আরিচা থেকে রওনা দিয়ে সকাল ১০টার দিকে ঘাটে এসে পৌঁছায়। বেলা পৌণে ১১টা থেকে উদ্ধারকাজ শুরু হয়। দুপুর সোয়া ১টার দিকে আড়াই ঘণ্টা পর ট্রাকটিকে ফেরিঘাটের পন্টুনে তোলা হয়। উদ্ধারকাজে দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here