ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত রাখতে রায়েরবাজার এলাকায় ১ হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয়ে পয়োশোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রায়েরবাজার, হাজারীবাগ, মোহাম্মদপুর, বসিলা, কল্যাণপুর, শ্যামলী ও তার নিকবর্তী এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় ১ হাজার ৫৭৬ কোটি টাকা ব্যয়ে ৫৬ দশমিক ২২ একর ভূমি অধিগ্রহণ করা হবে। এছাড়া ৭০ কোটি টাকা ভূমি উন্নয়ন ও ২১৫ কোটি টাকা ক্ষতিপূরণে ব্যয় হবে। এছাড়া সীমানা পিলারসহ কাঁটাতারের বেড়াও নির্মাণ করা হবে। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে।