মোংলা বন্দরের পশুর নদীতে সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার ২৬ দিন পর খানজাহান আলী সালভেজ এন্টারপ্রাইজ ১৯ ফেব্রæয়ারি জাহাজটি উদ্ধার করে। লোহার ওয়্যাররোপ দিয়ে সিলিং করে দুই পাশে পন্টুন বয়া বেঁধে ভাসিয়ে তোলা হয় জাহাজটি।
কার্গো জাহাজটি ২৪ জানুয়ারি হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকারেজের একটি বিদেশি জাহাজ থেকে প্রায় ৫০০ টন সার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করলে ঘন কুয়াশা ও প্রচন্ড স্রোতের মধ্যে পড়ে ৮ নম্বর অ্যাংকারেজে থাকা অপর একটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এরপর বন্দর কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারির মধ্যে কার্গোটি উত্তোলনের সময়সীমা বেঁধে দেয়। সেই সময়ের মধ্যেই স্থানীয় সালভেজ দিয়ে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়।