ট্যানারি শিল্প যাতে পরিবেশ দূষণ করতে না পারে, সেজন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ৭ জানুয়ারি সাভারের হরিধারার বিসিক শিল্প এলাকায় ট্যানারি শিল্প ইউনিট পরিদর্শন শেষে তিনি বলেন, ট্যানারি শিল্প পরিবেশকে দূষিত করে। তাই সরকার এমনভাবে পদক্ষেপ নিয়েছে, যাতে পরিবেশ ও শিল্প দুই-ই রক্ষা পায়।
ট্যানারি শিল্প হরিধারা এলাকা ও ধলেশ্বরী নদীকে দূষিত করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এরই মধ্যে এ ধরনের দূষণ রোধে পদক্ষেপ নিয়েছে।