কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত মৃতপ্রায় চাকিরপশার নদীর খননকাজ শুরু করা হয়েছে। রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি ৪ মে খননকাজ উদ্বোধন করেন।
রংপুর অঞ্চলের ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কুড়িগ্রাম বিএডিসি সেচ বিভাগ ২৪ লাখ টাকা ব্যয়ে নদীটির এই খননকাজ শুরু করেছে। ফলে নদীসংলগ্ন ২৫ হাজার একর ধানের জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। স্থানীয় প্রভাবশালীরা নদীর অধিকাংশ জায়গা জবরদখল করেছে। এই খননকাজের মধ্য দিয়ে চাকিরপশার নদী তার হারানো অস্তিত্ব ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।