চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৯ জানুয়ারি চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মাণের প্রস্তাব নীতি নির্ধারণী পর্যায়ে আছে। তাই এই জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যেকোনো ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।