অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীর জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সচিব পদমর্যাদা ও সুবিধা দিয়ে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়ে ১২ জানুয়ারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আলী কবীর মির্জাপুর ক্যাডেট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে চাকরি করেন। কিছুদিন বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেন তিনি। সরকারের সচিব হিসেবে ২০১১ সালে তিনি অবসরে যান। এ এস এম আলী কবীর হচ্ছেন জাতীয় নদী রক্ষা কমিশনের দ্বিতীয় চেয়ারম্যান।