শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে নিয়োজিত ১৫টি মিনি ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ২৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস যৌথভাবে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।