ভেলি থেকে ছাবাকাড় পর্যন্ত ৩১০ কিলোমিটার দীর্ঘ নৌপথ উদ্বোধন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। ২ হাজার ৩০০ কোটি রুপি ব্যয়ের প্রকল্পটি ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়েছে ভেলি থেকে কোলাম পর্যন্ত ৬২ কিলোমিটার স্থানীয় নৌপথ, কোলাম থেকে কোট্টাপ্পুরাম পর্যন্ত ১৬৮ কিলোমিটার জাতীয় নৌপথ ও কোট্টাপ্পুরাম থেকে ছাবাকাড় পর্যন্ত আরও ৮০ কিলোমিটার নৌপথ উদ্বোধন করেন।
কোলাম থেকে কোট্টাপ্পুরাম পর্যন্ত ১৬৮ কিলোমিটার নৌপথকে জাতীয় নৌপথ-৩ হিসেবে নাব্য করা হয়েছে। এর ফলে কোলাম থেকে কোট্টাপ্পুরাম পর্যন্ত করিডোর দিয়ে ৩৫০ থেকে ৫০০ টনের কার্গো ভেসেল চলাচল করতে পারবে। এছাড়া আক্কুলাম থেকে কোলাম পর্যন্ত নৌপথের প্রস্থ ১০-১৫ মিটার এবং এর গভীরতা ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ মিটার।
কেরালা ওয়াটারওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (কেডব্লিউআইএল) আক্কুলাম থেকে বালাকাড়াভু পর্যন্ত ৬ কিলোমিটার পর্যন্ত নৌপথের কাজ শেষ করেছে। কিন্তু কারিক্কাকমে ২ দশমিক ৭৫ মিটার উঁচু একটি সেতু ধ্বংস করে হাইড্রোলিক ব্রিজ স্থাপনে বিলম্বের কারণে বালাকাড়াভু পর্যন্ত সোলার বোট চলাচল বিঘ্নিত হচ্ছে।