বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
14 C
Dhaka

বিআইডব্লিউটিএ নিয়মিত প্রকাশনা

২০৩০ নাগাদ ২৩টি নৌপথ চালু করতে চায় ভারত

২০৩০ সালের মধ্যে ভারতের ২৩টি অভ্যন্তরীণ নৌপথ চালু করার লক্ষ্যের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ মার্চ এই ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভারতের প্রবৃদ্ধির পথক্রমে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, ‘মেরিটাইম খাতের উন্নয়নে ভারত খুবই আন্তরিক এবং সুনীল অর্থনীতিতে বিশ্বের নেতৃস্থানীয় দেশ হতে চাই আমরা।’

‘মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২১’ এ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, আমাদের সরকার দেশের অভ্যন্তরীণ নৌপথে যে পরিমাণ বিনিয়োগ করছে তা আগে কখনো দেখা যায়নি। অভ্যন্তরীণ নৌপথ একদিকে ব্যয়সাশ্রয়ী, অন্যদিকে পরিবেশবান্ধব পরিবহন মাধ্যম। এসব বিবেচনায় ২০৩০ সালের মধ্যেই আমরা ২৩টি নৌপথে কার্যক্রম চালু করতে চাই।

ভারতের বন্দরগুলোর বার্ষিক পণ্য হ্যান্ডলিং সক্ষমতা ২০১৪ সালের ৮৭ কোটি টন থেকে বেড়ে বর্তমানে ১৫৫ কোটি টনে উন্নীত হয়েছে বলে জানান নরেন্দ্র মোদি। বাদাবান, প্যারাদ্বীপ ও দিনদয়ালে বিশ^মানের অবকাঠামোসমৃদ্ধ মেগা বন্দর নির্মাণের কাজ চলছে বলেও জানান তিনি।

ভারতের বিস্তৃত উপকূলে ১৮৯টি বাতিঘর আছে জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ৭৮টি বাতিঘর-সংলগ্ন এলাকায় আমরা পর্যটন উন্নয়নে কর্মসূচি গ্রহণ করেছি। এর মূল উদ্দেশ্য-বিদ্যমান বাতিঘর ও সংলগ্ন এলাকার আরও উন্নয়ন করা, যাতে করে তা অনন্য মেরিটাইম পর্যটন স্পট হিসেবে গড়ে ওঠে।

কোচি, গুজরাট ও গোয়ার মতো নগর ও প্রদেশে শহুরে নৌপরিবহন ব্যবস্থা চালুর পদক্ষেপের কথাও ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাহাজ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বন্দর, জাহাজ ও নৌপথবিষয়ক মন্ত্রণালয় রাখার মধ্য দিয়ে সম্প্রতি মেরিটাইম খাতের আওতা বাড়িয়েছে সরকার। স্থানীয়ভাবে জাহাজ নির্মাণ ও মেরামতেও জোর দেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে জাহাজ নির্মাণকে উৎসাহিত করতে ভারতীয় শিপইয়ার্ডগুলোর জন্য শিপবিল্ডিং ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পলিসির অনুমোদন দেওয়া হয়েছে।

বন্দর, জাহাজ ও নৌপথবিষয়ক মন্ত্রণালয় বিনিয়োগযোগ্য ৪০০ প্রকল্প তৈরি করেছে বলে অনুষ্ঠানে অবহিত করেন নরেন্দ্র মোদি। এসব প্রকল্পে ৩ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

বক্তব্যের শেষদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ভারতের সুদীর্ঘ উপকূল আপনাদের জন্য অপেক্ষা করে আছে। ভারতের পরিশ্রমী মানুষ আপনাদের অপেক্ষায় আছে। আমাদের বন্দরে বিনিয়োগ নিয়ে আসুন। আমাদের জনগণের মধ্যে বিনিয়োগ করুন। ভারতকে আপনাদের কাক্সিক্ষত বাণিজ্য গন্তব্য হওয়ার সুযোগ করে দিন। ভারতের বন্দরকে আপনাদের বন্দর হয়ে ওঠার সুযোগ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here