হাডসন নদীতে বর্জ্য ফেলছে নিউইয়র্ক ওয়াটারওয়ে

0
20

হাডসনের পানি ক্রমেই স্বচ্ছতা ফিরে পাচ্ছে। অধিক সংখ্যক মানুষ এখন বিনোদনক্ষেত্র হিসেবে নদীটির প্রতি আগ্রহী হয়ে উঠছে। কেউ কেয়াকিংয়ের জন্য আসছেন তো কেউ প্যাডেল বোর্ডিংয়ের জন্য। তাই বলে দূষণ একেবারে শেষ হয়ে যায়নি।

ফেরি কোম্পানি নিউইয়র্ক ওয়াটারওয়ের বিরুদ্ধে সম্প্রতি হাডসনে বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। কোম্পানিটির বিরুদ্ধে দায়ের করা মামলার নথি বলছে, বছরের পর বছর ধরে তারা নিউইয়র্ক হারবার ও পাশর্^বর্তী জলপথগুলোতে বর্জ্য ও অন্যান্য দূষণকারী উপাদন ফেলে আসছে।

মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা (ইপিএ) ২০১৬ সালেই বিষয়টি জানতে পারে। তারপরও নিউইয়র্ক ওয়াটারওয়েকে কোনো জবাবদিহির মধ্যে আনা হয়নি। অথবা কোম্পানিটির বর্জ্য ফেলা বন্ধ করা হয়নি। ইপিএর এই উদাসীনতার অর্থ হলো আরো দূষণ ও আরো আইন ভঙ্গে উৎসাহ দেওয়া। এর ফলে নদী তীরবর্তী আরো অনেক কোম্পানিও একই কাজ করতে উৎসাহিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here