ইউরোপের উদ্ভাবনী প্রকল্প ফ্ল্যাগশিপ হাউড্রোজেনচালিত বিশ্বের প্রথম কার্গো জাহাজ বাণিজ্যিকভাবে এ বছরই প্যারিসের সিয়েন নদীতে নামাতে যাচ্ছে। এটি পরিচালনা করবে ফ্রান্সের অভ্যন্তরীণ নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠান কোম্পানিয়ে ফ্লুভিয়াল দ্য ট্রান্সপোর্ট (সিএফটি)। সোগেস্ট্রান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এটি।
ফ্রান্স ও নরওয়েতে হাইড্রোজেনচালিত দুটি জাহাজ নামানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রিসার্চ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম হরাইজন ২০২০-এর কাছ থেকে ৫০ লাখ ইউরোর একটি তহবিল পেয়েছে। ফুয়েল সেলস অ্যান্ড হাইড্রোজেন জয়েন্ট আন্ডারটেকিংয়ের (এফসিএইচ জেইউ) অধীনে ২০১৮ সালে তহবিলটি পায় তারা।
প্রাথমিকভাবে প্রকল্পের লক্ষ্য ছিল লিও এলাকায় হাইড্রোজেনচালিত নৌকা নামানো। কিন্তু হাইড্রোজেনচালিত কার্গো ভেসেলের সম্ভাবনা সামনে আসার পর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন জাহাজটি সেইন নদীতে কাঠের বাক্সে ও কনটেইনারে ভর্তি পণ্য পরিবহনে কাজে লাগানো হবে।
জাহাজটি চলবে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে উৎপাদিত রূপান্তরিত হাইড্রোজেনে এবং এটি হবে কার্বনমুক্ত। পাওয়ার জেনারেশন সিস্টেম সরবরাহ করবে এবিবি মেরিন অ্যান্ড পোর্টস। ফুয়েল সেল সরবরাহ করবে ব্যালার্ড। জাহাজটির বিস্তারিত নকশা প্রণয়নের দায়িত্বে আছে এলএমজি মেরিন এবং হাইড্রোজেন সরবরাহ করবে প্যারিস অঞ্চলের সরবরাহকারীরা।