সেন্ট্রাল চায়না লজিস্টিক অভ্যন্তরীণ নৌপথে চলাচলের জন্য সর্ববৃহৎ কনটেইনার জাহাজ চালু করেছে। উহান ও সাংহাইয়ের ইয়াংসান রুটে চলাচল করবে জাহাজটি।
হানহাই ৫ নামের কনটেইনার জাহাজটির দৈর্ঘ্য ১৩৯ দশমিক ৮ মিটার ও প্রস্থ ১১ দশমিক ৫ মিটার। উহান ও সাংহাইয়ের মধ্যে চলাচলকারী এটিই সর্ববৃহৎ কনটেইনার জাহাজ। এর কনটেইনার ধারণক্ষমতা ১ হাজার ১৪০ টিইইউ। সেন্ট্রাল চায়না লজিস্টিকসের মুখপাত্র জু বিয়াউ বলেন, সেবাটি ইয়াংজি ও ইয়াংজি বদ্বীপের মধ্যে সংযুক্তকে উন্নত করবে।
উহান ও জাপানের মধ্যে চলাচলের জন্য ৫০০ টিইইউ ধারণক্ষমতার আরও দুটি কনটেইনার জাহাজ আনার পরিকল্পনা করছে সেন্ট্রাল চায়না লজিস্টিকস। এজন্য ১৬ কোটি ওয়ান বিনিয়োগের পরিকল্পনা করছে কোম্পানিটি।