সময় বাঁচাতে হাজিরা-ঘোগা নৌপথ ব্যবহার করছে হোন্ডা

0
22

ভারতে মোটরসাইকেল প্রস্তুতকারী দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিডেট পণ্য পরিবহনে খাম্ভাত উপসাগরের হাজিরা-ঘোগা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করছে। খরচ ও সময় বাঁচাতে নৌপথটি ব্যবহার করছে তারা।

হোন্ডা মোটরসাইকেলই নৌপথটি ব্যবহারকারী ভারতের প্রথম অটোমোবাইল কোম্পানি এবং খাম্ভাত উপসাগরের হাজিরা (সুরাট) ও ঘোগার (ভাবনগর) মধ্যে চলাচলকারী রো-প্যাক্স ফেরি ব্যবহারের জন্য ইন্ডিগো সিওয়েজ প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্ব তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালের নভেম্বরে ফেরি সার্ভিসটি উদ্বোধন করেন। প্রতি ট্রিপে ৫৫০ জন যাত্রী, ৩০টি ট্রাক, সাতটি ছোট আকৃতির বাণিজ্যিক যানবাহন ও ১০০টি মোটরসাইকেল পরিবহনের সুযোগ রয়েছে রো-প্যাক্স ফেরিটিতে।

নৌপথটি ব্যবহারের কারণ সম্পর্কে হোন্ডা জানিয়েছে, কর্ণাটকের নাসাপুরা প্লান্ট থেকে নতুন এই নৌপথটি ব্যবহার করে গুজরাটের সৌরাস্ত্র অঞ্চলে মোটরসাইকেল পৌঁছে দিতে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। হাজিরা-ঘোগা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের ফলে ট্রানজিট সময় কমবে দুই দিন এবং দূরত্ব কমবে ৪৬৫ কিলোমিটার।

হাজিরা-ঘোগা নৌপথে চলাচলকারী রো-প্যাক্স ফেরিটি কেবল যে দ্রুতগতির ও ব্যয়সাশ্রয়ী তা-ই নয়, একই সাথে এটি পরিবেশবান্ধবও। এই রুটটি ব্যবহারের ফলে প্রতি ট্রিপে হোন্ডার কার্বন নির্গমন কমবে ৩১১ কিলোগ্রাম।

হোন্ডা সর্বপ্রথম তাদের মোটরসাইকেল ও স্কুটার পরিবহনে গুজরাটের দাহেজ ও ঘোগার মধ্যে চলাচলকারী রো-প্যাক্স ফেরি ব্যবহার করে। নৌপথটি ব্যবহার করে কর্ণাটক প্লান্ট থেকে সৌরাস্ত্র অঞ্চলে দ্রুত, কম খরচে ও পরিবেশবান্ধব উপায়ে মোটরসাইকেল পৌঁছে দিতে পেরেছিল কোম্পানিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here